জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শেফালী মজুমদার গত পয়লা অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার আগরতলা মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতিভবনে এক স্মৃতিচারণ সভার আয়োজন করে নারী সমিতির রাজ্য কমিটি। সভার শুরুতে প্রয়াত নারী নেত্রী শেফালী মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব সহ উপস্থিত সদস্যরা। পরে প্রয়াতের আত্মার সদগতির কামনা করে এক মিনিট নীরবতা পালনের পর, শোক প্রস্তাব পাঠ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব রমা দাস, রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, কৃষ্ণা রক্ষিত, সংগঠনের রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত সহ আরো অনেকে। এদিনের এই স্মৃতিচারণ সভায় প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। শেফালী মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব রমা দাস বলেন, পারিবারিক শোক-স্বাচ্ছন্দ ভুলে সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন শেফালী। রাজনৈতিক সংগ্রামে বহু অভিজ্ঞতা রয়েছে তার। জীবনযাপন ছিল তার অত্যন্ত সহজ-সরল। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যখন শেফালী মজুমদারের মতন নেত্রীদের ভীষণ প্রয়োজন ঠিক তখনই তার অকাল মৃত্যুতে সংগঠনে এক বিরাট শূন্যতা তৈরি হয়েছে। যে লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শেফালী কাজ করে গেছেন সেই লক্ষ্যমাত্রা সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে পারলেই, তার প্রতি যথাযোগ্য সম্মান জানানো সম্ভব।
Leave feedback about this