2025-01-16
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শুরু হলো রাজ্যের দ্বিতীয় উড়াল সেতুর কাজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের রাজধানী শহর আগরতলায় দ্বিতীয় উড়াল সেতুর কাজ হাতে কলমে শুরু হয়ে গেছে। ইতোমধ্যে এরজন্য মাটি পরীক্ষার কাজ চলছে। বৃহস্পতিবার মাটি পরীক্ষার কাজ করা হয়েছে শহরের কর্ণেল চৌমুহনী এলাকায়। আজ সকালে কর্ণেল চৌমুহনী এলাকায় মাটি পরীক্ষার কাজ শুরু করা হয়েছে।

নয়া উড়াল সেতুর জন্য শহরের মোট দুইটি এলাকায় মাটি পরীক্ষা করা হবে জানা গেছে। প্রথমে এইকাজ শুরু করা হয়েছে কর্ণেল চৌমুহনীতে। পরে অন্যত্র চলবে মাটি পরীক্ষার কাজ। তবে এই কাজ আজকের মধ্যেই শেষ করা হবে বলে জানানো হয়েছে এই কাজে নিয়োজিতদের তরফে।

১০ জানুয়ারী রাজ্যের ত্রয়োদশ বিধানসভার ষষ্ঠ অধিবেশনে রাজ্যের রাজধানী শহর আগরতলায় আরও একটি উড়ালসেতু করার কথা ঘোষণা করা হয়েছে। বিধান সভায় জানানো হয়েছে বাজ্য সরকারের উদ্যোগে উড়াল সেতুটি আগরতলা শহরের উত্তরাংশের রাধানগর মোটর স্ট্যান্ড থেকে শুরু করে আইজিএম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত বিস্তৃত হবে বলে।

এই সেতু পর্যবেক্ষণের জন্য গঠিত হয়েছে ১১ সদস্য বিশিষ্ট এক কমিটি। উড়াল সেতুটি রাধানগর থেকে শুরু করে উত্তর গেইট, হারাধন সংঘ, কর্ণেল চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী, আরএমএস চৌমুহনী ইত্যাদি এলাকা হয়ে রাজ্যের প্রাচীনতম আইজিএম হাসপাতাল সংলগ্ন চৌমুহনীতেএসে মিলিত হবে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে বিধানসভায় উল্লেখিত তথ্য জানিয়েছেন।

তিনি এর আগে বিভিন্ন অনুষ্ঠানে আগরতলা শহরে আরও একটি উড়াল সেতু তৈরীর চিন্তাভাবনা সরকারের রয়েছে বলে জানান। পাশাপাশি শহরের উল্লেখিত এলাকা ছাড়াপূর্ব মধ্যাংশ নিয়ে তৃতীয় একটি উড়াল সেতু গড়ার বিষয়টি রাজ্য সরকারের চিন্তা ভাবনায় রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখিত উড়াল সেতুটি শহরের মধ্যাংশের আশ্রম চৌমুহনী এলাকা থেকে শুরু করে মধ্যাংশের কামান চৌমুহনীতে এসে মিলিত হতে পারে বলে প্রাথমিক চিন্তাভাবনা রয়েছে।

এই বিষয়টি নিয়ে অবশ্য প্রকৌশলীদের প্রয়োজনীয় পরিকল্পনা করার জন্য নির্দেশ দিয়েছেন পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। রাজ্যের রাজধানী শহর আগরতলায় যানজট প্রায় নিয়মে পরিনত হয়ে গেছে।

এর থেকে পরিত্রাণ পেতে বাম আমলে শহরের পশ্চিম ও দক্ষিণাংশ নিয়ে প্রথম উড়াল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই সেতুটি চালু করা হয়েছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে। এরপর এই সরকারের উদ্যোগে শহরে আরও দুইটি উড়াল সেতু নির্মাণের উদ্যোগ চলছে। এরমধ্যে একটির কাজ শুরু হয়ে গেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service