2024-12-15
agartala,tripura
রাজ্য শিক্ষা

শুধু হেলমেট পরলেই হবে না তা সঠিক ভাবে ব্যবহার করতে হবে : ট্রাফিক সুপার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও ঘটে চলেছে যান দুর্ঘটনা। অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। অভিযোগ নিয়ম না মেনে চলা ও অসতর্কতার ফলে ঘটে চলেছে দুর্ঘটনা গুলি। রাজ্যে যত দুর্ঘটনা ঘটে এর মধ্যে ৫০ শতাংশই মোটর বাইক দুর্ঘটনা। অভিযোগ হেলমেট সঠিক ভাবে পরিধান না করার ফলেও দুর্ঘটনায় অনেক ক্ষেত্রে জীবন হানী ঘটছে।

তাই ট্রাফিকের তরফে প্রতিনিয়ত চলছে সচেতনতা মূলক কর্মসূচী। শুক্রবার রাজধানীর উমাকান্ত একাডেমীতে সকালে হয় সচেতনতা মূলক কর্মসূচী। শিশুদের মধ্যে বিলি করা হয় হেলমেট। উপস্থিত ছিলেন ট্রাফিক সুপার মানিক লাল দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ট্রাফিকের অন্যান্য আধিকারিকরা। তাদের আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে। ট্রাফিক সুপার বলেন, শুধু হেলমেট পরলেই হবে না তা সঠিক ভাবে ব্যবহার করতে হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service