2024-12-16
agartala,tripura
রাজ্য

শুধু পূজাতেই নয় সামাজিক কর্মসূচিতে এগিয়ে দেশ বন্ধু চিত্তরঞ্জন ক্লাব : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে রক্তের ঘাটতি পূরণে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে রক্তদানের মত মহৎ কর্মসূচিতে এগিয়ে এসেছেন বিভিন্ন ক্লাব, সংগঠন ও সংস্থা। যার ফলে রাজ্যের রক্তের ঘাটতি কিছুটা হলেও পূরণ হয়েছে, মুখ্যমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে এবার রক্তদানে এগিয়ে এসেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। এদিনের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায় ও বিশিষ্ট সমাজসেবক তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এ দিনের রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের বিভিন্ন সমস্যাই যদি মানুষ এগিয়ে আসে তাহলে সমাজের চেহারায় পাল্টে যাবে এবং দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব শুধু দুর্গা পূজার মধ্যেই সীমাবদ্ধ নয় বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন যা দেখে অন্যান্য ক্লাব ও সামাজিক প্রতিষ্ঠান অনুপ্রাণিত হয়ে এ ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসছেন তা ছাড়া এমন অনেক রয়েছেন যারা রক্ত দিতে ভয় পান তারা মনে করে যে রক্ত দিলে তাদের শারীরিক অবস্থা খারাপ হবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা রক্ত দিলে শরীর ভালো থাকে হার্ট অ্যাটাকের মত ঘটনা থেকে রেহাই পাওয়া যায়, তাই সমাজের সকল স্তরের মানুষ যেন এই মহৎ কর্মসূচিতে এগিয়ে আসেন তার আহ্বান রাখেন। এদিকে রক্তদান শিবিরে রক্ত দাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service