2024-12-16
agartala,tripura
রাজ্য

শুধু আর্থসামাজিক উন্নয়ন নয় করতে হবে মান উন্নয়ন : মুখ্যমন্ত্রী 


জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু আত্মসামাজিক উন্নয়ন নয়, আত্মসামাজিক মান উন্নয়ন হতে হবে, তবেই মানুষের সার্বিক বিকাশ সম্ভব । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চেয়েছেন জনজাতিদের সত্তিকারের মান উন্নয়ন । বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।জনজাতিদের শুধু আত্মসামাজিক উন্নয়ন নয় ,, এই রাজ্যের জনজাতিদের হতে হবে আত্মসামাজিক মান উন্নয়ন । তবেই জনজাতিরা তাদের সার্বিক বিকাশ ঘটাতে সক্ষম হবে । জনজাতিদের সত্তিকারের উন্নয়ন তখনই হবে যখন এই রাজ্যে একজনও জনজাতি তার আর্থিক বিকাশের জন্য বিচলিত হতে না হয় । এই রাজ্যের জাতী উপজাতি সকল অংশের মানুষ নিজেদের আর্থিক বিকাশে মনোনিবেশ করেছে । শনিবার সমাজ পতিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । বলেন রাজ্যের জনজাতিরাই পারে সত্তিকারের মান উন্নয়ন ঘটাতে । সমাজপতিরা সমাজের উন্নয়নে এগিয়ে আসলেই দ্রুত সমাজের পরিবর্তন সম্ভব ।এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, ২০১৬ সালে কাশ্মীরে শহীদ হয়েছিলেন চিত্তরঞ্জন দেববর্মা । তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এদিন চিত্তরঞ্জন দেববর্মার বাড়িতে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা । মুখ্যমন্ত্রী তার আত্মার চিরশান্তি কামনা করে শোকাহত পরিবার-পরিজনদের গভীর সমবেদনা জানানোর পাশাপাশি পরিবার সম্পর্কে খোঁজখবর নেন। তাছাড়া বর্তমানে পরিবারের কোনো সমস্যা রয়েছে কিনা তাও জানতে চান মুখ্যমন্ত্রী। বলেন সরকার তার সাধ্যঅনুসারে পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ।এদিন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও জেলা সভাধিপতিগণ । মুখ্যমন্ত্রী উপজাতি অংশের সমস্ত সমাজপতিদের সঙ্গে এদিন শুভেচ্ছাও বিনিময় করেন ।

 

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service