জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রাণী সম্পদের বিকাশ ও সুরক্ষার দিকে লক্ষ রেখে কাজ করছে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। দপ্তরের উদ্যোগে শুকর পালন, শুকরের বিভিন্ন রোগ সংক্রান্ত বিষষয়ের উপর রাজ্য ভিত্তিক সেমিনার হয় মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নম্বর হলে। এ আলোচনার মূল বিষয়বস্তু ছিল কিভাবে শুকর কে বিভিন্ন রোগ থেকে রক্ষা করা যায়।
অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রাণী সম্পদের বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন রাজ্যে শুকরের মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। অনেক যুবক সুকার প্রতিপালন করে এখন স্বাবলম্বী। তাই সুকার প্রতিপালন ও শুকরের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতার লক্ষে এই সেমিনারের আয়োজন।
তাতে ভেটেরিনারি ডাক্তাররা রাজ্যে শুকরের মাংসের ব্যাপক চাহিদা থাকলেও সেই অনুযায়ী উৎপাদন আছে বলে দাবি করেন মন্ত্রী। তবে তা কিভাবে বজায় রাখা যায় সে দিকে নজর রয়েছে সরকারের।
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে দেখা যায় নানা রকম রোগে আক্রান্ত হয়ে শুকর মারা যায়। তাতে শুকর পালকরা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই দপ্তরের এই উদ্যোগে শুকর পালকরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
Leave feedback about this