জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শীতের কনকনে সকালে আগরতলার আশ্রম চৌমুহনি এলাকায় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে এক প্রাণবন্ত ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে অংশ নিলেন ত্রিপুরা বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। চায়ের আড্ডায় স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
এই কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড নং ২৪-এর কর্পোরেটর ও মণ্ডল সভাপতি অরিন্দম ভট্টাচার্যসহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা।
অনানুষ্ঠানিক এই বৈঠকে রাজীব ভট্টাচার্য স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সরাসরি তাদের অভিযোগ ও দাবিদাওয়া শোনেন। পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গেও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে মত বিনিময় করেন।
এরপর দিনের দ্বিতীয়ার্ধে তিনি বনমালিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওয়ার্ড নং ২৪-এর বুথ নং ২৬ এবং ওয়ার্ড নং ২৫-এর বুথ নং ২৫ পরিদর্শন করেন। বুথ পরিদর্শনের সময় তিনি এলাকার রাস্তা ও নিকাশি ব্যবস্থার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন রাজীব ভট্টাচার্য এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, জনগণের দৈনন্দিন সমস্যার প্রতি বিজেপি সরকার ও দল সর্বদা সংবেদনশীল এবং পর্যায়ক্রমে সব বিষয়েরই সমাধান করা হবে।
এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল স্তরে বিজেপির জনসংযোগ ও উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।


Leave feedback about this