জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে শনিবার থেকে রামনগরের নবজাগরণ ক্লাবের উদ্যোগে শিশু উৎসব শুরু হয়েছে। এদিন কচিকাঁচাদের বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে শুরু হয় দুইদিন ব্যাপী এই শিশু উৎসব ।শিশু উৎসবের উদ্বোধন করে মেয় র বলেন, শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশের অন্যতম মাধ্যম হল শিশু উৎসব।
প্রতিবছরের ন্যায় এবছরও রাজধানীর রামনগর ৮ নং রোড স্থিত নবজাগরণ ক্লাবের উদ্যোগে শিশু উৎসবের আয়োজন করা হয়। শনিবার থেকে শুরু হয় দুদিন ব্যাপী এই শিশু উৎসব। কচিকাঁচাদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশু উৎসবের সূচনা হয় শনিবার। এদিন শিশু উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি গৌতম রায়, ক্লাব সম্পাদক বিষ্ণুপদ ধর সহ অন্যান্যরা। গোটা বছরই রক্তদান শিবির থেকে শুরু করে, বস্ত্রদান, স্বাস্থ্য শিবিরের মতো নানান সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে সমাজের দুঃস্থ, অসহায়দের সহায়তায় নিয়োজিত থাকে নবজাগরণ ক্লাব। সেই সাথে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশে প্রতি বছর শিশু উৎসবেরও আয়োজন করে থাকে এই ক্লাব। প্রতিবছরের ন্যায় এবছরও শিশু উৎসবের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ।
এদিন শিশু উৎসবে প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে মেয়র তথা বিধায়ক বলেন, শিশুদের মেধা এবং সুপ্ত প্রতিভার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিশু উৎসব। আজকের শিশুরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার এবং নিজেদের মেধার বিকাশের জন্য এই ধরণের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়।
এদিনের এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় চার শতাধিক শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের বয়সের উপর ভিত্তি করে মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
Leave feedback about this