2024-12-19
agartala,tripura
রাজ্য

শিল্প বাণিজ্য দপ্তরে চাকুরী পেল ৩২ জন প্রত্যাশী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৩২ জন চাকুরি প্রত্যাশীর হাতে অফার লেটার তুলে দিয়েছেন মন্ত্রী সান্তনা চাকমা । শীঘ্রই তারা নিজ নিজ কর্মক্ষেত্রে যোগদান করবেন । মন্ত্রীসান্তনা চাকমা বলেন , মানুষের সামগ্রিক উন্নয়ন ও বেকারদের সংস্থানের লক্ষ্যেই রাজ্য সরকার নিরলস কাজ করে চলেছে ।

 

শুধু শিল্প বাণিজ্য নয় সমন্বিত অন্যান্য দপ্তর গুলিতেও সরকার শূন্য পদগুলি পূরণে সচেষ্ট রয়েছে । যোগ্যতার ভিত্তিতেই সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে । রাজ্য সরকার শিল্প বাণিজ্য দপ্তর সহ অন্যান্য দপ্তরেও জেআর বিটি র মাধ্যমে নিয়োগ জারি রেখেছে ।

 

এদিনের অফার বিলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিক বৃন্দ । এদিন দপ্তরের সচিব জানান স্বচ্ছতার সাথে প্রত্যেক কর্মচারী একযোগে কাজ চালিয়ে গেলে কোথাও অস্বচ্ছতা স্থান পাবে না ।

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service