2024-12-19
agartala,tripura
রাজ্য শিক্ষা

শিক্ষা দপ্তরের নির্দেশে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে চলে পড়ুয়াদের অপার কার্ড ইস্যু করার কর্মসূচী

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষা দপ্তরের নির্দেশে একই দিনে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে চলে পড়ুয়াদের অপার কার্ড ইস্যু করার কর্মসূচী। ছাত্র- ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে নেওয়া হয় সম্মতি পত্র। জাতীয় শিক্ষা নীতি ও ‘এক দেশ, এক আইডি’-র অধীনে ‘অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি’ বা ‘অপার’ কার্ড ইস্যু করা হচ্ছে সব স্কুল পড়ুয়াদের।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এমনই সিদ্ধান্ত নিয়েছে। দেশের সব সরকরি এবং বেসরকারি স্কুলের পড়ুয়াদেরই এই কার্ড থাকতে হবে। এর জন্য ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে স্কুলগুলিকে পাঠানো হয়েছে নির্দেশিকা কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক থেকে। কার্ড ইস্যু করার জন্য স্কুলগুলিকে পড়ুয়াদের অভিভাবকদের কাছ থেকে সম্মতি পত্র নেওয়া হচ্ছে।

কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের নির্দেশ কার্যকর করতে রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশে শনিবার স্কুলগুলিতে চলে ব্যস্ততা।এদিন রাজ্যের অনেক স্কুলে শিক্ষক- অভিভাবক বৈঠক করা হয়।অভিভাবকদের কাছ থেকে সম্মতি পত্রে স্বাক্ষর নেওয়া হয়।

এ বিষয়ে রাজধানীর একটি স্কুলের এক শিক্ষক জানান, এই আই ডি দিয়েই প্রতিটি পড়ুয়া ভারতের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে গেলে এটাই তাঁর মূল পরিচিতি পত্র হবে। নয়া জাতীয় শিক্ষা নীতিতে এটা দেওয়া আছে। পড়ুয়াদের এই আই ডি অনলাইনে একটি ডিজি লকারে থাকবে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service