2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

শিক্ষার বেহাল অবস্থা নিয়ে ফের আন্দোলনে নামল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষার বেহাল অবস্থা নিয়ে ফের আন্দোলনে নামল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা শাখা। সংগঠনের অভিযোগ রাজ্যের বিদ্যলায়গুলিতে শিক্ষকের অভাব। রয়েছে পরিকাঠামোর অভাব। এমতাবস্থায় গুণগত শিক্ষার কথা বলে রাজ্যের ১২৫ টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও অনৈতিক। এবছরের পর্ষদের পরীক্ষার ফলাফলে তা স্পষ্ট হয়েছে। স্বাভাবিকভাবেই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা শাখা।

সোমবার সংগঠনের তরফে ৮ দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয় রাজধানীর অফিস লেন শিক্ষা ভবনের সামনে। পরে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের এক প্রতিনিধি দল।নেতৃত্বে ছিলেন সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার সম্পাদক অসিত দাস সহ অন্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে প্রতিটি বিদ্যালয়ে উপযুক্ত লাইব্রেরী চালু , ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিরোধীবিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল , জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service