2025-09-08
Ramnagar, Agartala,Tripura
দেশ শিক্ষা

শিক্ষার্থীদের উদ্দেশে রাজনাথ সিংহের পরামর্শ: স্বপ্ন দেখো লক্ষ্য নিয়ে, জাতীয় গৌরব রক্ষা করো

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সোমবার ন্যাভি চিলড্রেন স্কুল (NCS), দিল্লির শিক্ষার্থী ও প্রিন্সিপালের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন। দেশের রাজধানীর সাউথ ব্লকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের ডায়মন্ড জুবিলি উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে রক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “স্বপ্ন দেখুন লক্ষ্য নিয়ে, নিষ্ঠার সঙ্গে লক্ষ্যের পিছনে এগিয়ে যান এবং সব ক্ষেত্রে জাতীয় গৌরব রক্ষা করুন।” তিনি বিনয়, শক্তি, সততা ও সম্মানের গুরুত্ব সম্পর্কে জোর দেন। তিনি আরো বলেন, “শৈশব ও কৈশোরের formative বছরগুলো চরিত্র গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে সহায়তা করে।”

রজনাথ সিংহ ন্যাভি চিলড্রেন স্কুলের ভূমিকাকে বিশেষভাবে প্রশংসা করেন। তিনি বলেন, “প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা স্কুলগুলো শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং নেতৃত্ব, সততা এবং দায়িত্ববোধ শিক্ষা দেয়, যা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।”

সাক্ষাৎকালে স্কুল কর্তৃপক্ষ রক্ষামন্ত্রীর সঙ্গে তাদের শিক্ষাদর্শন ও অর্জনের বিবরণ শেয়ার করেন। শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং ন্যাভি চিলড্রেন স্কুলের ভূমিকা নিয়ে আলোচনা করেন, যা তাদের সামগ্রিক বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি সম্মানসূচক উপহার, একটি কফি টেবিল বুক এবং ক্রেস্ট রক্ষামন্ত্রীর হাতে তুলে দেন।

ন্যাভি চিলড্রেন স্কুলের ডায়মন্ড জুবিলি উদযাপন অর্থাৎ ষাট বছর ধরে শিক্ষা ও চরিত্র গঠনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service