2024-12-15
agartala,tripura
অপরাধ রাজনৈতিক রাজ্য

শিক্ষকের হত্যাকান্ডটি পূর্ব পরিকল্পিত, শিক্ষক অভিজিৎ দের অকাল প্রয়ানে শোক প্রকাশ বিরোধীদল নেতার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার নিহত শিক্ষক অভিজিৎ দের বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি নিহতের পরিবারের সাথে কথাবার্তা বলে তাদের হাল হাকিকত জেনে নেন এবং শিক্ষকের অকাল-প্রয়ানে শোক প্রকাশ করেন। এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শিক্ষক অভিজিৎ দের মৃত্যু নিয়ে শংকা প্রকাশ করে তিনি শিক্ষক অভিজিৎ দে কে পিটিয়ে গুরুতর আহত করার পরও তাকে চিকিৎসা না করে আদালতে তোলা হয়েছিল।

যার কারণে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। তাছাড়া তিনি এদিন আরও বলেন শিক্ষকের হত্যাকান্ডটি পূর্ব পরিকল্পিত। বিরোধী দলনেতার মতে ৮ আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন উদয়পুর আই এস অফিসের বিপরীতে অবস্থিত তৈবান্দাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক অভিজিৎ দেকে উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত টং দোকানের সামনে থেকে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে অসুস্থ করে এলাকার জয়ন্ত সাহা ও শংকর কর্মকার।

পরে অভিজিৎ-এর স্ত্রীকে খবর দিয়ে নিয়ে গিয়ে স্ত্রীর সামনে অমানুষিক নির্যাতন ও আঘাত করে দুষ্কৃতিকারীরা। পরে রাধাকিশোরপুর থানায় খবর দিলে পুলিশ অভিজিৎকে থানায় নিয়ে গিয়েছিল। পরদিন পক্সো আইনে আদালতে তোলা হলে উনার শারীরিক অবস্থা বিবেচনা করে অভিজিৎ-এর জামিন মঞ্জুর করেন। কিন্তু তারপর তাকে বাঁচানো সম্ভব হল না। কেননা অভিজিৎ-কে পিটিয়ে গুরুতর আ*হত করার পরও তাকে চিকিৎসা না করে আদালতে তোলা হয়েছিল।

এই ঘটনার সাথে জড়িত শুধু মূল অভিযুক্ত নয়, মূল অভিযুক্তের সাথে জড়িত কর্তব্যরত পুলিশ অফিসার এবং গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলে অভিযোগ করেন তিনি। পুলিশ যদি উপযুক্ত আইনি ব্যবস্থা নিতো তাহলে হয়তো আক্রান্ত শিক্ষক অভিজিৎ দে’কে কে বাঁচানো যেত বলেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service