জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। শুরু হয়ে গেছে কাউন্ট-ডাঊন। পূজা উদ্যোক্তাদের মধ্যেও জোর প্রস্তুতি। শারদোৎসবে সকলেই নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে উঠতে চায়। কিন্তু আর্থিক অনটনের কারণে সকলের পক্ষে তা হয়ে উঠে না। এই অবস্থায় প্রতিবছরের মতো এবারো নিজ বিধানসভা কেন্দ্রের আর্থিক ভাবে দুর্বল লোকজনের পাশে দাঁড়ালেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
সবার সাথে পূজোর আনন্দ ভাগ করে নেওয়ার জন্য শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে ব্যক্তিগত তরফ থেকে মহিলাদের মধ্যে শাড়ি বিলি করেন। শনিবার যৎসামান্য ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের রাণীরবাজার পুর পরিষদের অন্তর্গত তিনটি বুথে এই শাড়ি বিলি করেন।
এদিন পুর পরিষদের ১২,১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের মহিলাদের মধ্যে শারদীয়া দুর্গোৎসব এর আগাম শুভেচ্ছা হিসেবে পরিধানের জন্য ৫৩০টি শাড়ী বিতরণ করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আগামী দিনে এ ধরণের প্রয়াস জারি থাকবে বলে জানান মন্ত্রী। শাড়ি পেয়ে খুশি এলাকার মহিলারা।
Leave feedback about this