জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তি-সম্প্রীতি না থাকলে কোন রাজ্যের উন্নয়ন হবে না। সেই দিশায় কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর-পূর্বাঞ্চলে শান্তি সম্প্রীতি রয়েছে বলে উত্তর-পূর্বাঞ্চলের এতটা উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলকে হীরা মডেল দিয়েছেন। বুধবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
বুধবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের রাজ্যভিত্তিক জন্মদিন পালন করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় অনুষ্ঠান।অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ অনির্বাণ গাঙ্গুলি, রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।
পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন শান্তি-সম্প্রীতি না থাকলে কোন রাজ্যের উন্নয়ন হবে না। সেই দিশায় কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর-পূর্বাঞ্চলে শান্তি সম্প্রীতি রয়েছে বলে উত্তর-পূর্বাঞ্চলের এতটা উন্নয়ন হয়েছে। তিনি সংশয় প্রকাশ করেন বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি সেই জায়গায় দাড়িয়ে ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক আগামিদিনে কেমন হবে তা নিয়ে।
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের বিষয়ে সকলে যেন জানতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। একাত্ম মাবন বাদের রচয়িতা ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তিনি সব সময় বলতেন যে কোন সরকারি প্রকল্পের সুফল যেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌছায়। তাই বর্তমান সরকারের সময় সকল প্রকল্প সমাজের অন্তিম ব্যক্তি অর্থাৎ গরীব মানুষের জন্য করা হয়।
Leave feedback about this