2024-12-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

শান্তনু খুনের মামলা সিবিআই-র হাতে নেওয়া হলেও খুনের কিনারা হয়নি আজ পর্যন্ত : মানিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তনু খুনের মামলা সিবিআই-র হাতে নেওয়া হলেও খুনের কিনারা হয়নি আজ পর্যন্ত। এটা অত্যন্ত বেদনাদায়ক। সি বি আইর দুর্বলতা। নিঃসন্দেহে ব্যর্থতা। ত্রিপুরার যেসব মামলা সি বি আইর হাতে গেছে একটিরও কিনারা হয়নি। রবিবার শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিকের সপ্তম প্রয়াণ বার্ষিকীতে রক্তদান শিবিরে এই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

২০১৭ সালে জিরানিয়া মহকুমার মান্দাইয়ে খুন হতে হয়েছিল রাজ্যের তরুণ উদিয়মান সাংবাদিক শান্তনু ভৌমিককে। রবিবার সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিআইটিইউ রাজ্য কার্যালয়ে সংগঠনের জিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সি আই টি ইউর রাজ্য সভাপতি মানিক দে, মধু সূদন দাস, তপন দাস সহ অন্যান্যরা। শিবিরে আলছগ্না করতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন মান্দাইয়ে আইপিএফটি-র খবর সংগ্রহ করতে গিয়ে খুন হয়েছিলেন শান্তনু ভৌমিক।

তারপর রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসন শান্তনুর খুনের ঘটনার তদন্তে নেমে খুনিদের চিহ্নিত করেছিল। খুনিদের ধরার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। পরে এই তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে সিবিআই-র কাছে যায়। এর মধ্যে ২০১৮ সালে রাজ্যে সরকারে আসে বিজেপি ও আইপিএফটি-র জোট সরকার।

যথারীতি সিবিআই তদন্ত শুরু হয়। কিন্তু দেখা যায় যখন তদন্তে বিজেপি এবং আইপিএফটি-র রাঘব বোয়ালরা ধরা পড়বে তখন চার্জশিট জমা দেয়নি সিবিআই। এদিন শিবিরে রক্তদাতাদের উৎসাহ দেন নেতৃত্ব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service