2025-08-29
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

শহীদ দিলীপ, তরুণ, অরবিন্দ, রাজেশ্বর ও সুমিত্রার স্মরণে ছাত্র-যুব সংগঠনের শ্রদ্ধার্ঘ্য

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আজ(শুক্রবার) ছাত্র-যুব ভবনে খাদ্য আন্দোলনের শহীদ দিলীপ, তরুণ, অরবিন্দ, রাজেশ্বর ও সুমিত্রার প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠন। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই শহীদদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয়।

এই উপলক্ষে আয়োজিত সভায় ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, “১৯৬৬ সালে বামপন্থীদের নেতৃত্বে শুরু হওয়া খাদ্য আন্দোলনের সময় সরকারি নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান দিলীপ, তরুণ, অরবিন্দের মতো ছাত্রনেতারা। এরপর ১৯৯০ সালে দেবদারুতে জোট সরকারের আমলে কংগ্রেসের হাতে নিহত হন রাজেশ্বর ও সুমিত্রা। তাঁদের এই আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনগুলির শতাধিক নেতা-কর্মী। শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে তাঁরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নবারুণ দেব আরও বলেন, “এই শহীদদের সংগ্রাম বৃথা যায়নি। খাদ্য, শিক্ষা, কর্মসংস্থানের অধিকারের জন্য তাঁদের আত্মত্যাগ আজকের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি তৈরি করেছে। আজও তাঁদের আদর্শ তরুণ প্রজন্মকে পথ দেখাচ্ছে।”

বর্তমান সময়ে দেশের বিভিন্ন প্রান্তে চলমান খাদ্য, শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে আন্দোলনের প্রসঙ্গ তুলে নবারুণ বলেন, “আজকের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে শহীদদের আদর্শকে সামনে রেখে ছাত্র-যুব সমাজকে আরও সোচ্চার হতে হবে। তাঁদের সংগ্রাম আমাদের শক্তি জোগায়।” এই কর্মসূচি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে তাঁদের আত্মত্যাগের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service