2025-10-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শহিদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে ত্রিপুরায় পুলিশ স্মরণ দিবস উদযাপন

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাতেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো পুলিশ স্মরণ দিবস (Police Commemoration Day)। রাজ্যের প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার এ.ডি. নগরের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মণিক সাহা শহিদ পুলিশ সদস্যদের প্রতি পুষ্পার্পণ করে গভীর শ্রদ্ধা জানান। 

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “যারা দেশের নিরাপত্তা ও শান্তি রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগই সাহসিকতার প্রকৃত প্রতীক। পরিবার থেকে দূরে থেকেও পুলিশ সদস্যরা সমাজে শান্তি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সেবা অমূল্য।”

ডাঃ সাহা আরও বলেন, ত্রিপুরা পুলিশ রাজ্যকে শান্তিপূর্ণ রাজ্যে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজ্য সরকার পুলিশ কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণে সদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

 

এদিন বিশেষভাবে স্মরণ করা হয় দুই শহিদ পুলিশ সদস্যকে!

সাব-ইনস্পেক্টর ডেভিড দারলং, যিনি ২০২৪ সালের ১২ অক্টোবর উত্তর ত্রিপুরার খেদাছড়ায় দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় প্রাণ হারান।

টিএসআর ৮ম ব্যাটালিয়নের উইলিয়াম দেববর্মা, যিনি ২০২৫ সালের ৩১ জুলাই কৈলাশহর থানার অন্তর্গত চিরাকুঠি ত্রিসংযোগ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

 

মুখ্যমন্ত্রী প্রয়াতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের অদম্য সাহস ও ধৈর্যের প্রশংসা করেন। পাশাপাশি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আহ্বান জানান, শহিদ সহকর্মীদের ত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজসেবার মহান দায়িত্ব পালনে নিজেদের উৎসর্গ করতে।

উল্লেখ্য, প্রতিবছর ২১ অক্টোবর দেশজুড়ে পুলিশ স্মরণ দিবস পালিত হয়। ১৯৫৯ সালের এই দিনে লাদাখের হট স্প্রিংস এলাকায় চীনা সেনাদের হামলায় ভারতের দশজন সাহসী পুলিশ সদস্য শহিদ হন। তাঁদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে ১৯৬২ সাল থেকে এই দিনটি দেশব্যাপী পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল অব পুলিশ অনুরাগ, রাজ্যের সিনিয়র অফিসারবৃন্দ ও বিভিন্ন জেলার পুলিশ সদস্যরা। সকলেই একত্রিত হয়ে শহিদ পুলিশ সদস্যদের বীরত্ব, নিষ্ঠা ও আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service