জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলায় চুরি ছিনতাইয়ের ঘটনা কিছুতেই থামছে না। একের পর এক ঘটে চলেছে এসব অপরাধের ঘটনা। অভিযোগ রাতে নয়, এবার খোদ প্রকাশ্য দিনের বেলাতেই ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনা। স্বাভাবিক ভাবেই শহরে মহিলাদের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে। বুধবার এসব ছিনতাইয়ের ঘটনা ঘটে এনসিসি থানা এলাকায়। জানা গেছে সিধাই মোহনপুর এলাকার দম্পতি দীপঙ্কর ও নবনিতা আচার্য আগরতলা ইন্দ্রনগর এলাকায় ভাড়া থাকেন কাজের সূত্রে।
বুধবার নবনিতা অফিস থেকে ভাড়া বাড়িতে যাচ্ছিলেন কমলাকান্ত পাড়া গলি দিয়ে। রাস্তাটি তখন নির্জন ছিল। অভিযোগ তখনই নম্বর ঢাকা থাকা বাইক নিয়ে এক যুবক এসে মহিলার গলা জোরে চেপে ধরে গলার হার নিয়ে চম্পট দেয়। মহিলা চোর বলে চিৎকার করেও লাভ হয়নি। জিবি পুলিস ফাঁড়িতে তারা অভিযোগ দায়ের করেন। জানতে পারেন এমনই ঘটনা আরও এক- দুটি ঘটেছে। অভিযোগ একই যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত। হার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Leave feedback about this