2025-02-05
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শহরের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বৈঠকে মেয়র 

 জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেগুলি বাস্তবায়নের কাজ চলছে। আগরতলা শহরকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার জন্য পুর নিগম বদ্ধপরিকর। বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

আর সেই বৈঠকে মেয়র দীপক মজুমদার এমনটাই জানালেন। তিনি আরো বলেন শহরের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন বৈঠকে কাউন্সিলররা শহরের বিভিন্ন ওয়ার্ডের সমস্যাগুলি তুলে ধরেন এবং সেগুলি সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পাশাপাশি এদিন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সহ পুর নিগমের কোথায় কি সমস্যা রয়েছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে শহরের রাস্তাঘাট নির্মাণ, জল সরবরাহ, পরিচ্ছন্নতা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও কাউন্সিলররা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service