জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা উচ্চ আদালত সহ রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গনে ৯ই সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় জাতীয় লোক আদালত। এই লোক আদালতে মোট ৭১ টি বেঞ্চে প্রায় ১৫ হাজার ২৭১ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত প্রায় ৭,৪৬৭ টি বিষয় রয়েছে। যার মধ্যে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত প্রায় ৬৮৪৬ টি মামলা এবং দূর সঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের প্রায় ৬২১ টি মামলা রয়েছে। এছাড়া এদিন আদালতে বিচারাধীন আনুমানিক ৭৮০৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। বুধবার আগরতলায় ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ। এদিন তিনি আরও জানান এই মামলা গুলির মধ্যে রয়েছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপুরন মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষ যোগ্য ফৌজদারি বিরোধের মামলা, বৈবাহিক বিরোধের মামলা, চেক বাউন্স সংক্রান্ত অ্যান আই অ্যাক্ট মামলা, অন্য দেওয়ানি সংক্রান্ত মামলা ও চাকুরি সংক্রান্ত মামলা। শনিবার জাতীয় লোক আদালত উপলক্ষে রাজ্যের উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে নিষ্পত্তির জন্য প্রায় ৬৫ টি মামলা তোলা হবে। তবে রাজ্যে লোক আদালতের সবচেয়ে বেশি ১৬ টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যেই উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। নাগরিকদের সাহায্যের জন্য আদালত চত্বরে একটি হেল্প ডেক্স থাকবে বলে এদিন জানান তিনি। বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সকলকে এর সুযোগ নেবার জন্য এদিন আহ্বান জানান তিনি। এই সাংবাদিক সম্মেলনে এদিন আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ ছাড়া ও উপস্থিত ছিলেন উপ-সচিব হেনা বেগম ।
রাজ্য
শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় জাতীয় লোক আদালত
- by janatar kalam
- 2023-09-06
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this