2025-10-21
Ramnagar, Agartala,Tripura
দেশ

শক্তিশালী পুলিশ বাহিনীই গড়ে তুলতে পারে শক্তিশালী দেশ: রাজনাথ সিং

জনতার কলম ওয়েবডেস্ক :- নতুন দিল্লিতে পুলিশ স্মৃতিসৌধে (National Police Memorial) শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণের পর বক্তব্য রাখতে গিয়ে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “শক্তিশালী দেশ গঠনের জন্য প্রয়োজন শক্তিশালী পুলিশ বাহিনী—এটাই সরকারের লক্ষ্য।”

তিনি আরও বলেন, সেনাবাহিনী ও পুলিশ ভিন্ন মঞ্চে কাজ করলেও তাদের লক্ষ্য এক — দেশের নিরাপত্তা নিশ্চিত করা। সেনাবাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে, আর পুলিশ সমাজের অখণ্ডতা সুরক্ষিত রাখে। বর্তমান সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পুলিশের আরেকটি দায়িত্ব হলো সমাজে ইতিবাচক ধারণা তৈরি করা বলেও তিনি উল্লেখ করেন।

রাজনাথ সিং আরও বলেন, “আমৃত কাল”-এর পথে ‘বিকসিত ভারত ২০৪৭’-এর স্বপ্নপূরণের লক্ষ্যে এখন দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, প্রতি বছর ২১ অক্টোবর পুলিশ স্মৃতিদিবস পালিত হয় ১৯৫৯ সালের এই দিনে লাদাখের হট স্প্রিংস এলাকায় চীনা সেনাদের অতর্কিত হামলায় শহিদ হওয়া ১০ জন সাহসী পুলিশ সদস্যের স্মরণে।

এই উপলক্ষে আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় পুলিশ সংগঠনের প্রধানরাও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর যৌথ কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service