2024-12-16
agartala,tripura
দেশ রাজনৈতিক রাজ্য

লোকসভা নির্বাচনে দল রাজ্যে পূর্বের চেয়েও আরও ভাল ফলাফল করে দুটো আসনেই জয়ী হবে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ও আসাম রাজ্যের বি জে পি’র নব নিযুক্ত সংগঠন সাধারণ সম্পাদক জি. আর রবীন্দ্র রাজু রবিবার আগরতলায় আসেন। তাকে রবিবার দলের তরফে সংবর্ধন প্রদান করা হয়। পাশাপাশি এদিন প্রাক্তন সংগঠন সাধারণ সম্পাদক ফনিন্দ্রনাথ শর্মাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। আগরতলা নজরুল কলা ক্ষেত্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য , কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। এই সম্বর্ধনা অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তার বক্তব্যে একদিকে যেমন কেন্দ্রের ইন্ডিয়া জোটকে তোপ দাগেন তেমনি রাজ্যে কংগ্রেস ও সি পি আই এমের জোটকে তীব্র কটাক্ষ করেন। তিনি এদিন তার বক্তব্যে প্রাক্তন সংগঠন সাধারণ সম্পাদক ফনিন্দ্রনাথ শর্মার কাজের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন সামনের লোকসভা নির্বাচনে দল রাজ্যে পূর্বের চেয়েও আরও ভাল ফলাফল করে দুটো আসনেই জয়ী হবে। তবে এদিন তিনি জি. আর রবীন্দ্র রাজু’র বক্তব্যের কথা উল্লেখ করে বলেন দলের কর্মী সংগঠকদের আত্ম তুষ্টিতে ভুগলে চলবে না। দলের সর্ব ভারতীয় নেতৃত্বের মার্গ দর্শন অনুযায়ী সংগঠনের জন্য নিরলস কাজ করে যেতে হবে বলে এদিন উল্লেখ করেন তিনি।এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে কংগ্রেসের এবং সি পি আই এমের জোটকেও তীব্র কটাক্ষ করেন। তাদের এই জোটকে রাজ্যের মানুষ কোন ভাবেই মেনে নিতে পারে নি বলে জানান তিনি। শুধু তাই নয় সম্প্রতি বিধানসভা অধিবেশনেও তাদের এই জোট নিয়ে তিনি সোচ্চার হন বলে এদিন তার বক্তব্যে তিনি উল্লেখ করেন।তিনি আশা প্রকাশ করেন প্রাক্তন সংগঠন সাধারণ সম্পাদক ফনিন্দ্রনাথ শর্মার জায়গায় বি জে পি’র নব নিযুক্ত সংগঠন সাধারণ সম্পাদক জি. আর রবীন্দ্র রাজু’ রাজ্যে এসেছেন এতে দলের সংগঠন আরও মজবুত হবে। এ অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, ফনিন্দ্রনাথ শর্মা, জি. আর রবীন্দ্র রাজু প্রমুখ নেতৃত্বও বক্তব্য রাখেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service