2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম এক জোট হয়ে নির্বাচনে লড়বে : জিতেন্দ্র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস এক জোট হয়ে নির্বাচনে লড়বে। তিপরা মথার সঙ্গে কোন আলোচনা হয়নি সিপিআইএম দলের। স্পষ্ট জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শ্রী চৌধুরী জানান , সিপিআইএম চাইছে মথা ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলির ভোট যাতে ভাগাভাগি না হয়।

কংগ্রেসের সাথে এক প্রস্থ আলোচনা সেরে নিয়েছেন সিপিআইএম দল। সিপিআইএম চাইছে যে কোন শক্তির বিনিময়ে বিজেপিকে রুখা। পাশাপাশি অ বামপন্থী সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতি জিতেন্দ্র চৌধুরী আহবান রাখেন যাতে করে বিজেপিকে রুখতে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে রাজনৈতিক দলগুলি।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service