2024-11-14
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজয় উৎসবের নামে রেগার অর্থ দেদার বিলি হয়েছে : জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনে রাজ্যে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন।রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই। এই পরিবেশকে আরও জটিল-বিষাক্ত করার জন্য বিডিও অফিস চত্বরে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন। একটি ক্ষেত্রেও গ্রেপ্তার নেই। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রবিবার সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

তিনি দাবি জানান অবাধ- শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক হয় শনিবার মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে। বৈঠকে আলোচনার বিষয় এবং সিদ্ধান্ত গুলি রবিবার সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য পবিত্র কর ও সুধন দাস। সিপিএম রাজ্য সম্পাদক অভিযোগ করেন, গ্রাম-পাহাড়ে কাজ-খাদ্যের অভাব। রেগার জন্য যেভাবে বরাদ্দ হওয়া উচিত তা হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন চার জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজয় উৎসবের নামে রেগার অর্থ দেদার বিলি হয়েছে। বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় করানো হচ্ছে।

বিদ্যাজ্যোতি প্রকল্পের ফলাফলের প্রসঙ্গ টেনে তিনি সরকারের সমালোচনা করেন। বিভিন্ন জায়গায় স্কুল বন্ধ করে দেওয়া নিয়ে জিতেন বাবু অভিযোগ করেন, পশ্চিম জেলায় শুধু মাত্র ১৬০ টি স্কুল বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি চলছে।

অন্য জেলায় প্রক্রিয়া চলছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন রাজ্যে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য সহ প্রতিটি দপ্তরের পরিষেবা ধুঁকছে। এদিন দলের তরফে সিপিএম রাজ্য সম্পাদক প্রতিবাদ ও নিন্দা জানান দীপক মজুমদার মেয়র ও বিধায়ক দুই পদে থাকার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service