2024-12-16
agartala,tripura
রাজ্য

লাখ লাখ বীরের রক্তক্ষয়ী সংগ্রামের ফল আজকের এই স্বাধীনতা : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলার মহারানি তুলসীবাতি গার্লস এইচএস স্কুলে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের উদ্যোগে পশ্চিম জেলার স্বাধীনতা সংগ্রামী এবং অজ্ঞাত বীরদের প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার। তিনি এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করে জানান দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠান এরই একটি অঙ্গ। তবে এদিন তিনি জানান পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানে এদিন দেশের জন্য বিভিন্ন সময় প্রান বলিদান করেছেন এমন বীর যোদ্ধাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের প্রতি সম্মাননা জানানো হবে। আগামী প্রজন্মের কাছে এ দিকটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ। কারন তারা এতে করে দেশের বীর যোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। যাদের জন্য আমরা আজ সাংবিধানিক অধিকার ভোগ করছি তাদের সম্পর্কে জানতে পারবে। সে অর্থে এখানে এমন বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে যারা এখনো আমাদের কাছে অজানাই রয়ে গেছে। এই অনুষ্ঠানে এদিন অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডঃ কিরন কুমার কে, প্রমুখ। এদিন বিশেষ করে বীর সেনানীদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠান একটি ভিন্ন মাত্রা লাভ করে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service