2024-12-16
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রদান করলেন প্রার্থী তফাজ্জল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বক্সনগরেও দেখা গেল ভোটারদের লম্বা লাইন। এদিন সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে লম্বা লাইন দেয় তাদের মতাধিকার প্রয়োগ করার জন্য। বিভিন্ন কেন্দ্রে পুরুষ এবং মহিলা ভোটারদের লম্বা লাইন দেখা যায়। তবে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র থেকে যে চিত্র সামনে আসল সেখানে মহিলারাও পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে ভোট দান করার ক্ষেত্রে দীর্ঘ ক্ষন অপেক্ষা করে তাদের ভোট প্রদান করেন। বিভিন্ন কেন্দ্রে মহিলা ভোটাররা জানান কেউ কেউ দুই থেকে তিন ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে তারা জানিয়েছেন ভোট শান্তি পূর্ণ ভাবে হচ্ছে। কোথাও কোন গণ্ড গোলের খবর নেই । বক্সনগরে একটি ভোট গ্রহণ কেন্দ্রে একজন পুরুষ ভোটার জানিয়েছেন তিনিও সকাল আঁটটা থেকে ভোট দেবার জন্য অপেক্ষা করছেন। এই কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে জানান তিনি। ভোট গ্রহণ ঠিক ঠাক ভাবে হচ্ছে বলে জানান তিনি।এদিকে এদিন বক্সনগরে দেখা গেল এই কেন্দ্রের শাসক দলীয় প্রার্থী তফাজ্জল হুসেন ও অন্যান্য ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রদান করছেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। এদিন এই কেন্দ্রেও উপভোটে ভোটারদের উৎসাহ দেখা যায়।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service