জনতার কলম আগরতলা প্রতিনিধি :- সাংসদ বিপ্লব কুমার দেবের দাবি মেনে, আখাউড়া সীমান্ত সংলগ্ন লাইট হাউজ প্রজেক্টের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই পুনরায় অবশিষ্ট নির্মাণ শেষ করার জন্য কাজ শুরু হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের সাথে সাক্ষাৎ করে, প্রায় বন্ধ হয়ে থাকা লাইট হাউজ প্রজেক্টের কাজটির মূল প্রতিবন্ধকতা গুলি উল্লেখ করে, দ্রুত তা সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।
বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েই সমগ্র ভারতে ৬ টি এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই প্রথম লাইট হাউজ প্রজেক্টটি ত্রিপুরায় কাজ শুরু করে। প্রথমে কাজে গতি থাকলেও, পরবর্তীতে তা হ্রাস পায়। এতে ১ হাজার পরিবার থাকার সুযোগ পাবে। জানা গেছে জমি এবং অনুসাঙ্গিক বিভিন্ন কারনে নির্ধারিত সময়ে কাজটি শেষ করা যায় নি।
এদিন, দিল্লিতে কেন্দ্রীয় আবাসন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে, এর মূল সমস্যাগুলি নিয়ে আলোচনার পাশাপাশি অতিরিক্ত অর্থ বরাদ্দের মাধ্যমে শীঘ্রই এর নির্মাণ কাজ সম্পন্ন করার বিষয়েও বিষয়েও দাবি জানিয়ে ছিলেন তিনি। শ্রী দেবের দাবীতে শেষ পর্যন্ত দ্রুত নির্মাণ কাজ শুরু হচ্ছে।
Leave feedback about this