2024-12-19
agartala,tripura
দেশ রাজ্য

লাইট হাউজ প্রকল্পের নির্মাণ কাজ নিয়ে সন্তোষ প্রকাশ রাষ্ট্রমন্ত্রী কৌশল কিশোরের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্ডার গোলচক্কর স্হিত নির্মীয়মান লাইট হাউস প্রজেক্ট বৃহস্পতিবার পরিদর্শন করলেন কেন্দ্রীয় সরকারের গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কৌশল কিশোর। লাইট হাউজ প্রকল্পের নির্মাণ কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন এলাকায় লাইট হাউস প্রজেক্ট এর আবাসন নির্মাণ হচ্ছে। মোট সাতটি ব্লকে ১০০০ ফ্ল্যাট নির্মাণ করা হবে। দ্রুত গতিতে চলছে লাইট হাউজ প্রজেক্টের নির্মাণ কাজ । এদিন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, টুডা অধিকর্তা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা প্রজেক্ট এলাকাটি ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী । কথা বলেন নির্মাণ শ্রমিকদের সাথে। নির্মাণ কাজে শ্রমিকদের কোন অসুবিধা হচ্ছে কিনা তারও খোঁজখবর নেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর জানান ,গোটা বিল্ডিং স্টিল স্টাকচারের উপর নির্মাণ করা হচ্ছে । বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রযুক্তিতে নির্মাণ করা হচ্ছে এই লাইট হাউজ প্রজেক্ট। এই প্রজেক্ট এর অন্তর্গত সবগুলি গৃহই ভূমিকম্প নিরোধক বলে জানান তিনি। উল্লেখ্য সাতটি ব্লকে নির্মীয়মান এই প্রজেক্টের এ ব্লকের কাজ ২০০৩ সালের নভেম্বর মাসের মধ্যে সম্পন্ন হবে ।এ ব্লকের ফ্ল্যাট থাকবে ১১১ টি। ২০২৪ সালের ১০ এপ্রিল এর মধ্যে সম্পন্ন হবে বি ব্লকের ১৫২ টি ফ্লাটের নির্মাণ কাজ ।গোটা প্রজেক্টটির নির্মাণ কাজ ৩০ এপ্রিলের মধ্যে সমাপ্ত হবে এবং এই দিনেই নির্মাণ সংস্থা কর্তৃপক্ষের কাছে হ্যান্ডওভার করবে বলে জানা যায়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service