জনতার কলম ওয়েবডেস্ক :- টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। এখন শুধুই এক দিনের ক্রিকেটে খেলবেন। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। তার দু’মাস আগে থেকে প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। লন্ডনে তাঁর অনুশীলনে নামার ছবি দিয়েছেন সমাজমাধ্যমে, যা ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। লন্ডনে কোহলির অনুশীলনে সাহায্য করেছেন গুজরাত টাইটান্সের সহকারী কোচ নইম আমিন। ইন্ডোরে নেটে অনুশীলন করেছেন কোহলি। নইমের সঙ্গে নিজের ছবি দিয়ে লিখেছেন, আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ।
তোমার সঙ্গে দেখা হলে সব সময়ই ভাল লাগে। একটি ধূসর টিশার্ট এবং নীল রঙের ট্রাউজারে দেখা গিয়েছে কোহলিকে। শরীর আগের মতোই ফিট রয়েছে। আগামী কয়েক দিনে আরও কয়েক বার অনুশীলনে নামার ইচ্ছা রয়েছে কোহলির। শেষ বার তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে দেখা গিয়েছে জুনে। আইপিএলের ফাইনালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছিলেন। ট্রফিও জিতেছিলেন কোহলি।
সেটাই তাঁর প্রথম আইপিএল ট্রফি। সব ঠিক থাকলে আগস্টেই তিনি দেশের হয়ে খেলতে নামতেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ পিছিয়ে দিয়েছে বোর্ড। তাই কোহলিকে দেখতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হচ্ছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। তিনটে ম্যাচেই খেলার কথা রয়েছে কোহলির। তাঁর সঙ্গে প্রত্যাবর্তন হবে রোহিত শর্মারও।
এ দিকে, শুক্রবারই প্রকাশ্যে এসেছে কোহলির সাদা দাড়ি-গোঁফের ছবি। কিছু দিন আগে কোহলি বলেছিলেন, তাঁকে এখন চার দিন অন্তর দাড়ি-গোঁফ রং করাতে হয়। বোঝাতে চেয়েছিলেন বয়সের কারণেই টেস্টকে বিদায় জানিয়েছেন। সেই অবতারে তাঁকে দেখতে পেয়েছেন অনুরাগীরা।
Leave feedback about this