2025-07-14
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

লক্ষ ছাব্বিশ বিধানসভা, বঙ্গে বাড়ি ভাড়া শাহর!

জনতার কলম ওয়েবডেস্ক :-একুশের বিধানসভা আর এলিশের লোকসভা নির্বাচনের আগে বাংলায় প্রায় ‘ডেলি প্যাসেঞ্জারি’ করেছিলেন অমিত শাহ। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আর ডেলি প্যাসেঞ্জারি নয়। গেরুয়া শিবির সূত্রে খবর, বাংলায় বাড়ি ভাড়া নিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শোনা যাচ্ছে, বিহারের ভোট পর্ব মিটলেই বাংলায় পাকাপাকি ভাবে ঘাঁটি গাড়বেন মোদির ডেপুটি।

গেরুয়া শিবিরের রাজনৈতিক অঙ্ক হল পূর্বাঞ্চলে আধিপত্য বিস্তার। লক্ষ্য প্রথমে বিহার, তারপর বাংলা। নভেম্বরের মধ্যে বিহারের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা। ততদিনে বাংলায় পুজো পর্বও মিটে যাবে। তারপর ছাব্বিশের লক্ষ্যে রাজনৈতিক কর্মসূচি শুরু করবে রাজনৈতিক দলগুলি। বিজেপি সূত্রে খবর, সেই জন্যই বিহারের ভোট মিটলেই বাংলায় ঘাঁটি গাড়বেন শাহ। বাড়ি ভাড়া নিয়ে থাকার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

বাংলায় গেরুয়া পতাকা ওড়াতে মরিয়া যে শাহ, ইদানীং তাঁর বেশ কিছু মন্তব্যে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। গত ৮ জুন তামিলনাডুতে একটি সভায় শাহ বলেছিলেন, ‘২০২৬ সালে তামিলনাড়ু ও বাংলায় এনডিএ সরকার গড়বে’। আবার কয়েক দিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় শাহ বলেন, ‘আমি সম্প্রতি বাংলা যাইনি। তবে মমতাজির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা বেশ তীব্র। এর সুবিধা পাওয়ার জায়গায় একমাত্র রয়েছে আমাদের পার্টিই। বাংলায় মাত্র ৩ থেকে ৭৭-এ পৌঁছেছি আমরা। যিনি অঙ্ক বোঝেন, তিনি এই প্রবণতাটা বুঝতে পারবেন। ৩৪ বছর রাজত্ব করার পর বামেরা শূন্য। ৩০ বছর রাজত্ব করার পর কংগ্রেসও শূন্য।’

এ প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘দেখুন, গতবার অর্ধেক হয়ে গিয়েছে। এবার বাকি অর্ধেকটা করব। আমাদের সর্বভারতীয় দল। সর্বভারতীয় নেতারা আসবেন। প্রচার করবেন। লক্ষ লক্ষ কর্মী তাঁদের সঙ্গে থাকবেন।’ তৃণমূলকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করুন, তাঁরা ত্রিপুরায় কত টাকা খরচ করেছেন? গোয়ায় কত টাকা খরচ করেছেন? তাঁরা ডেলি প্যাসেঞ্জারি করেন না? আমি দেখেছি, এখান থেকে বাসে করে ত্রিপুরায় লোক নিয়ে গিয়েছেন। তবে সেখানকার লোক ভালো করে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছেন। আর যেটুকু জমিদারি টিমটিম করে জ্বলছে, ছাব্বিশে সেটাও গুটিয়ে যাবে।’

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service