জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লংতরাইভ্যালি মহকুমায় কলেজে অধ্যাপকের উপর ছাত্রদের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা। তিনি এহেন নেকারজনক ঘটনার জন্যে রাজ্যের বর্তমান সরকারকে দায়ী করেন। কিছু ছাত্র কোনো কারণে পরীক্ষা দিতে না পারায় কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে মারধরের ঘটনা কেউ মেনে নিতে পারছেন না।
জিতেন্দ্র চৌধুরী বলেন, এই ধরণের ঘটনা নতুন নয়। ডাক্তারের উপর হামলা, বি ডি ও এর উপর হামলার ঘটনা ঘটেছে। রাজ্যের আইন শৃঙ্খলা বলতে আর কিছু অবশিষ্ট নেই বলে মন্তব্ব করেন বিরোধী দলের নেতা তথা সিপিএম পলিট ব্যুরোর নতুন সদস্য জিতেন্দ্র চৌধুরী। লংতরাই মহকুমায় কলেজে অধ্যক্ষকে মারধরের ঘটনা হচ্ছে এর নগ্ন নিদর্শন।
তাই রাজ্যের ভবিষৎ সুরক্ষিত রাখতে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবধ্য হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উল্লেখ্য লংতরাইভ্যালি সরকারি ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অলক দাসকে কলেজের ভিতর ঢুকে পুলিশের সামনে মারধর করে একদল দুষ্কৃতী। এই হামলায় গুরুতর আহত হন তিনি।
অভিযোগ, ঘটনার সময় ওই স্থানে পুলিশ টি এস আর থাকলেও তারা ছিলেন কার্যত নীরব। এই ঘটনার পর থেকে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। দাবি উঠেছে দুষ্কৃতীদের কঠোর শাস্তির। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করছে, রাজ্যে সাজার হার বাড়ছে বলে দাবি করলেও এই ক্ষেত্রে কি হয় তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের যে মূল্যবোধের অধঃপতন ঘটছে তাও এবার সামনে আসলো।
Leave feedback about this