2025-05-05
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

রোমান স্ক্রিপটের দাবিতে সোচ্চার আদিবাসী কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এতদিন যে দাবি জানিয়ে আসছিলো আঞ্চলিক দল বা সংগঠনগুলি, এবার সেই দাবি তুললো আদবাসী কংগ্রেস। সোমবার আগরতলায় মিছিল করে শিক্ষা ভবনে যান আদিবাসী কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাদের দাবি ককবরক ভাষার বই রোমান লিপিতে করতে হবে। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিধায়ক শব্দ কুমার জমাতিয়া।

তিনি বলেন, একটাই দাবি তাদের। ককবরক ভাষায় রোমান লিপি চালু করতে হবে। রোমান লিপিতে ছাপতে হবে ককবরক ভাষার বই। আদিবাসী কংগ্রেসের এই কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের নারী ও পুরুষদের দেখা গিয়েছে। দীর্ঘ সময় পর শহরে মিছিল করলো আদিবাসী কংগ্রেস। সামনে আসছে এ ডি সি এর ভিলেজ কমিটির নির্বাচন।

তাই সেদিকে লক্ষ রেখে এই কর্মসূচি হাতে নেওয়া হয় বলে রাজনৈতিক মহলের অভিমত। এতদিন এই দাবিতে বিভিন্ন আঞ্চলিক দল ও সংগঠনগুলি সোচ্চার থাকলেও আদিবাসী কংগ্রেসকে এই প্রথম এই ইস্যুতে পথে নামতে দেখা গেলো। এদিন প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আদিবাসী কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে আগামী কর্মসূচি নিয়ে বৈঠকও করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service