জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের যুবসমাজের কর্মস্বপ্ন পূরণের লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে ১৭তম জাতীয় রোজগার মেলা-য় বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় নিয়োগপ্রাপ্ত নতুন ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী জানান, এই রোজগার মেলা ইতিমধ্যেই দেশের তরুণদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তাঁর কথায়, “রোজগার মেলার মাধ্যমে আজ পর্যন্ত ১১ লক্ষেরও বেশি তরুণ-তরুণীকে সরকারি চাকরির সুযোগ দেওয়া হয়েছে।”
এই অনুষ্ঠানের মাধ্যমেই প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত যোজনা’ নামে এক নতুন উদ্যোগের সূচনা করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য আগামী দিনে ৩.৫ কোটি যুবক-যুবতীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।
মোদী বলেন, “গত ১১ বছর ধরে আমাদের লক্ষ্য একটাই — একটি বিকশিত ভারত গড়ে তোলা। আর সেই অভিযানে দেশের তরুণ প্রজন্মই সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও জানান, তরুণদের ক্ষমতায়নই বিজেপি-এনডিএ সরকারের প্রধান অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্টিল ইন্ডিয়া মিশন–এর মতো উদ্যোগগুলি দেশের যুবকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করছে। পাশাপাশি ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্ল্যাটফর্ম ইতিমধ্যেই ৭ কোটিরও বেশি চাকরির তথ্য তরুণদের সামনে এনে দিয়েছে। এছাড়া প্রতিভা সেতু পোর্টাল–কে তিনি তরুণ প্রজন্মের জন্য এক নতুন সম্ভাবনার সেতু বলে অভিহিত করেন।
মোদী আরও বলেন, “আমরা ভারতের যুবসমাজকেই দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখি। তাই আমাদের পররাষ্ট্রনীতি, বৈদেশিক সমঝোতা ও কূটনৈতিক আলোচনাগুলিতেও যুব প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, অক্টোবর ২০২২-এ শুরু হওয়া এই রোজগার মেলা উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যেই ১১ লক্ষাধিক নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।





Leave feedback about this