2024-12-18
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

রেশন সামগ্রী নিয়ে দেউলিয়া রাজনৈতিক দলগুলি বিভ্রান্তি ছড়াচ্ছে : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেউলিয়া রাজনৈতিক দলগুলি উৎসবের মুহূর্তে খাদ্য দপ্তরের সামগ্রী বন্টন নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে । খাদ্য দপ্তর থেকে শুধু ক্যানভাস ব্যাগটি ফ্রি দেওয়া হয়েছে । ঘোষিত সামগ্রী দেওয়া হবে ভর্তুকি মূল্যে । সাফ জানিয়েছে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।গত ৯ অক্টোবর খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন পুজো উপলক্ষে রাজ্যের সমস্ত রেশন ভোক্তাদের 68 টাকা মূল্যের একটি করে ক্যানভাস ব্যাগ ফ্রি দেওয়া হবে । একই সঙ্গে ভর্তুকি মূল্যে ২ কেজি ময়দা , ১ কেজি চিনি , এক কেজি মসুর ডাল , পাঁচশ গ্রাম আটা , ও ৫০০ গ্রাম সুজি দেওয়া হবে । একই সঙ্গে প্রথমবারের মতো রেশনে ১১৩ টাকায় এক লিটার সরিষার তেল দেওয়া হবে । এই ঘোষণা অনুযায়ী 10 অক্টোবর রাজধানীর রবীন্দ্রভবনে ভোক্তাদের পুজো উপলক্ষে এই সামগ্রিক প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা ; মানিক সাহা । রাজ্যের অধিকাংশ রেশন শপে ক্যানভাস ব্যাগ পৌঁছে গিয়েছে । পৌঁছে গিয়েছে সরিষার তেল ছাড়া অন্যান্য ভর্তুকি মূল্যের সামগ্রীগুলোও । সরিষার তেল চলতি মাসের শেষের দিকে সমস্ত রেশন শপে পৌঁছে যাবে । অর্থাৎ দীপাবলীর আগে ভোক্তারা ১১৩ টাকায় এক লিটার করে সরিষার তেলও পেয়ে যাবে । বাস্তবিক ঘটনা হল সরকারের ঘোষণা সোশ্যাল মিডিয়ায় বিকৃত করে একশ্রেণীর মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে জনমনে । বিষয়টি খাদ্য দপ্তর এর নজরে যাওয়ায় তীব্র খুব প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী । বুধবার সাংবাদিক বৈঠক করে বলেন ,দেউলিয়া রাজনৈতিক দলগুলি উৎসবের মুহূর্তে খাদ্য দপ্তরের সামগ্রী বন্টন নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে । খাদ্য দপ্তর থেকে শুধু ক্যানভাস ব্যাগটি ফ্রি দেওয়া হয়েছে । ঘোষিত সামগ্রী দেওয়া হবে ভর্তুকি মূল্যে । খাদ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানান , কোথাও আমরা বলিনি বিনামূল্যে খাদ্য সামগ্রী বন্টন করা হবে ।খাদ্য দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল শুধুমাত্র বিনামূল্যে ক্যানভাস ব্যাগ বিলি করা হবে । বাকি সামগ্রী গুলি ভর্তুকি মূল্যে দেওয়া হবে ।খাদ্যমন্ত্রী জোড় শাওয়াল করে আরো জানান , বিনামূল্যে কোথাও গণবণ্টন ব্যবস্থা নেই । গণবণ্ঠন ব্যবস্থা ভর্তুকি মূল্যে মানুষকে সামগ্রী বিতরণ করা হয় । খাদ্যমন্ত্রী এদিন পুজো উপলক্ষে কোন কোন সামগ্রী গুলি কত টাকা ভর্তুকি মূল্যে বিলি করা হবে । তাও স্পষ্ট জানিয়ে দেন ।প্রসঙ্গত গত ৯ অক্টোবর খাদ্য দপ্তরের যে সমস্ত আধিকারিকদের নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন খাদ্যমন্ত্রী বুধবারও তাদের প্রত্যেককে পাশে বসিয়েই সাধারণ জনগণের উদ্দেশ্যে স্পষ্টিকরণ দেন । পাশাপাশি জনগণের প্রতি আবেদন রেখে বলেন অযথা বিভ্রান্ত না হওয়ার জন্য । সামগ্রী না পেলে সোজা খাদ্য দপ্তরের আধিকারিক কিংবা দফতরের মন্ত্রীর নিকট সরাসরি ফোন করার জন্য ।

 

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service