2024-12-16
agartala,tripura
অপরাধ দেশ রাজ্য

রেল দপ্তরের গাফিলতিতে বড়সর রেল দূর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল শত শত রেল যাত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বড়সর রেল দূর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাজ্যের শত শত রেল যাত্রী। রেল দপ্তরের গাফিলতিতে আগরতলা-সাব্রুম গামী ট্রেন দুর্ঘটনার কবলে। ঘটনা ত্রিপুরা বিশালগড় থানাধীন ১ নং গৌতম নগর জেল রোড এলাকায়। জানা যায় আগরতলা স্টেশন থেকে শনিবার বেলা ১০:৫০ নাগাদ সাব্রুমের উদ্দেশ্যে রওনা দেয় ডেমু ট্রেনটি। ১১টা ৩০মিনিট নাগাদ যাত্রীবাহী ট্রেনটি সেকেরকোট স্টেশন ক্রস করার পর বিশালগড় স্টেশনের আগে ১ নং গৌতম নগর জেল রোড সংলগ্ন এলাকায় পৌঁছতেই রেল লাইনের কাজ করা শ্রমিকদের পাথর বুঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিকট শব্দে ভয় পেয়ে যায় ট্রেনের যাত্রীরা। প্রত্যেকের চোখে মুখেই যেন আতঙ্কের ছাপ। মুহূর্তেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। নতুবা এদিন আরো একটি বড় ধরনের সাক্ষী থাকতেন রাজ্যবাসী সহ গোটা দেশের মানুষ। চালকের তৎপরতায় ট্রেনটি দ্রুত থেমে না গেলে এদিন নিশ্চিতভাবেই মৃত্যুর মিছিল অবধারিত ছিল। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। যা অনেকটাই স্বস্তিদায়ক বিষয়। ট্রেন থামার পর যাত্রীরা নিচে নেমে এসে প্রত্যক্ষ করেন এই ঘটনা। দুর্ঘটনার পর দীর্ঘ আড়াই ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকে ট্রেনটি। যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জিআরপি, আরপিএফ সহ রেল দপ্তরের একাধিক আধিকারিকরা। দীর্ঘক্ষণ যাবত রেলটি একই জায়গায় দাঁড়িয়ে থাকায় চরম যাত্রী দুর্ভোগ দেখা দেয়। রেল দপ্তরের এহেন কান্ডজ্ঞানহীনতায় ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয় রেলযাত্রীদের মধ্যে। প্রশ্ন উঠছে রেল চলাচলের সময় পাথর বোঝাই ট্রলি রেল ট্রেকের উপর কি করে দাঁড়িয়ে থাকে? বিশালগড় স্টেশনের স্টেশন মাস্টার সহ লাইনম্যানের কর্তব্যে অবহেলার অভিযোগ তুলছে প্রত্যক্ষদর্শীরা। এদিকে প্রায় সাড়ে তিন ঘন্টা পর আগরতলা-সাব্রুম গামী ট্রেনটি সারাই করে সাব্রুমের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে থাকা যাত্রীরা এই গরমের মধ্যে কচিকাঁচাদের নিয়ে একেবারে অস্থির হয়ে পড়েছেন। রেলটি দুর্ঘটনাগ্রস্থ হওয়ায় যান্ত্রিক ক্রুটি দেখা দিয়েছে। তাই আগরতলা থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে এসে বিশালগড় স্টেশন থেকে সাব্রুমের উদ্দেশ্যে বিকাল তিনটা দশ মিনিটে যাত্রা শুরু করে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service