2026-01-15
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

রেলপথে গাঁজা পাচারের চেষ্টা, আগরতলায় চার যুবতী গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেল স্টেশনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ চার যুবতীকে আটক করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রেলওয়ে সুরক্ষা বাহিনী ও জিআরপি যৌথভাবে এই অভিযান চালায়।

আটক যুবতীদের নাম জেসমিন দেববর্মা (২৬), বাড়ি করবুক; অবি দেববর্মা (২১), বাড়ি চম্পকনগর; রানী দেববর্মা (৩৯), বাড়ি মান্দাই এবং ইভা দেববর্মা (১৯), বাড়ি মান্দাই।

সূত্রের খবর, তারা রেলপথে গাঁজা পাচারের চেষ্টা করছিল। সন্দেহজনক আচরণের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এরপরই চারজনকে আটক করে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর পুলিশ মাদক পাচার চক্রের সঙ্গে তাদের কোনও যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে। আইন অনুযায়ী আটক যুবতীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service