2024-12-20
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

রেলগাড়ির ধাক্কায় এবার গুরুতর আহত হলেন এক যুবক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পণ্য বোঝায় রেলগাড়ির ধাক্কায় এবার গুরুতর আহত হলেন এক যুবক। আহত যুবকের নাম অমর দাস। বয়স ৩০ বছর। ঘটনা দশমীর রাতে উত্তর জেলার ধর্মনগরের দক্ষিণ হূরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে থাকার খবর পেয়ে ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল দক্ষিণ হুরুয়া এলাকায় রেল লাইনের পাশে পড়ে থাকা যুবককে উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। তার ডান হাত এবং বা পায়ের আঘাত খুবই গুরুত্বর।অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা জানায় তার নাম অমর দাস। বয়স ৩০ বছর। বাড়ি দক্ষিণ হুরুয়ার পাঁচ নং ওয়ার্ডে। আরপিএফ এর কর্মীরা জানায় কিছুক্ষণ আগে একটি পণ্য বুঝাই ট্রেন এই এলাকা দিয়ে অতিক্রম করেছে। আশঙ্কা ট্রেনের ধাক্কাতেই গুরুতর জখম হয়েছে এই যুবক। তবে যুবকের আঘাত এতটাই গুরুত্বেরও যে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে তাকে। চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বেঁচে গেলেও অমরের ডান হাত বা পায়ের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে চিকিৎসকরা পর্যন্ত সন্ধিহান।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service