জনতার কলম ওয়েবডেস্ক : প্রত্যাশামতোই রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বুধবার সকালে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্রা। ফলে রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬ শতাংশে।
এর আগে ফেব্রুয়ারি মাসে রেপো রেট ৬.৫০ শতাংশ থেকে কমিয়ে ৬.২৫ শতাংশ করেছিল আরবিআই। এপ্রিলে ৬.২৫ শতাংশ থেকে কমিয়ে তা ৬ শতাংশ করা হল। রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তের জন্য তিন দিনের বৈঠকে বসেছিল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রনীতি কমিটি। ৭ এপ্রিল শুরু হয়েছিল সেই বৈঠক।
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে বলে অনুমান আর্থিক বিশ্লেষকদের। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত ঋণে সুদের হার কমে। এর জেরে স্বস্তি পাবে ব্যাঙ্ক ঋণ নেওয়া আমজনতা। কমবে তাদের মাসিক কিস্তির অঙ্ক।
Leave feedback about this