2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

রেডিওলজিক্যাল এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার উদ্যোগে রক্তদান শিবির 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছোট ছোট করে প্রতিনিয়ত রক্তদান শিবির করা হলে রক্তের সংকট রাজ্যে হবে না। বৃহস্পতিবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরে একথা বললেন স্বাস্থ্য অধিকর্তা সঞ্জিব দেববর্মা। এদিন রক্তদান শিবির করে এসোসিয়েশন অফ রেডিওলজিক্যাল এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা শাখা। নতুনভাবে গড়ে উঠা এই সংগঠন।

আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালে রক্তদান শিবির করে ব্লাড ব্যাঙ্কে সংগঠনটি। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ দেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা। এদিন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা ছাড়া জিবি হাসপাতালের ডেপুটি এমএস ডাঃ কনক চৌধুরী এবং সংগঠনের নেতৃত্ব রাকেশ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।এদিন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা এসোসিয়েশন অফ রেডিওলজিক্যাল এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার এ ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই সংগঠন আগামী দিনেও রক্তদান শিবির জারি রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service