জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৪ ২৫ অর্থ বর্ষ শেষ হতে চলেছে। এখন পর্যন্ত বহু এলাকায় রেগা শ্রমিকরা মজুরি পাননি। এমনই একটি গ্রাম কাঞ্চনমালা। সিপাহীজলা জেলার অন্তর্গত এই গ্রামের কলোনি এলাকায় শীতের মরসুমে পোষ মাসে রেগার হয়েছিল। একটি টিলাভূমি কেটে সমতল করা হয়েছিল।
অথচ এখন পর্যন্ত শ্রমিকরা রেগার মজুরি পাননি। গ্রামবাসীরা একাধিকবার পঞ্চায়েত প্রধান সহ মেম্বারের কাছে গিয়েছেন। টাকা আসবে, দেওয়া হবে এই সমস্ত বলে না না প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অথচ কাজের কাজ কিছু হয়নি। প্রায় ৩ মাস হতে চলেছে এখনো রেগার কাজের মজুরি না পাওয়ায় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
তারা চাইছেন অবিলম্বে যেন মজুরি প্রদান করা হয়। এখন চলছে চৈত্র মাস সবারই হাতে টাকা পয়সার প্রয়োজন। তাই এই সময়ে বকেয়া মজুরি পেলে উপকৃত হবেন এলাকার রেগা শ্রমিকরা। এদিকে সরকার প্রচার করে উন্নয়নমূলক কাজের জন্যে অর্থের কোনো অভাব নেই। ডাবল ইঞ্জিনের সরকারের সুফল পাচ্ছেন মানুষ।
অথচ বাস্তব হচ্ছে ৩ মাসেও জুটে না রেগার মজুরি। এমনিতে রাজ্যের বিভিন্ন এলাকায় রেগা শ্রমিকরা ঠিকভাবে মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এইবার সেই তালিকায় যুক্ত হল কাঞ্চনমালার এই এলাকাটিও।
Leave feedback about this