2024-12-15
agartala,tripura
পর্যটন রাজ্য

রুদ্রসাগরে কচুরিপানা সংক্রান্ত সমস্যা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন আধিকারিক দের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত কয়েক দিন ধরে রুদ্রসাগরে কচুরিপানা জমে থাকার করণে ‘নীরমহল’ পরিদর্শনে পর্যটকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রুদ্রসাগরের অধিকাংশই ঢেকে দিয়েছে কচুরিপানা। ফলে কোনওভাবেই নামানো যাচ্ছে না নৌকা, মোটরবোট। ‘নীরমহল’-এর সঙ্গে জড়িয়ে রয়েছে এখানকার ব্যবসায়ী-মৎস্যজীবী, এমনকী স্থানীয়দের রুটিরুজি।

এই সমস্যা থেকে উত্তরণের জন্য এবং এর একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করার জন্য মঙ্গলবার দুপুরে নীরমহলের রাজঘাটে ‘রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতি’ এর কনফারেন্স হলঘরে পর্যটন দপ্তর/বন দপ্তর/মৎস্য দপ্তর/স্থানীয় মহকুমা প্রশাসন/মেলাঘর পুর পরিষদ/রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরহিত্য করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মেলাঘর রুদ্রসাগরের কচুরিপানা সরিয়ে পুনরায় নীরমহল কে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করতেই আজ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন যেহেতু দেশে নির্বাচন আচরণবিধি লাগু রয়েছে তাই উন্নয়নমূলক কাজ এখন করা হচ্ছে না, তারপরেও তিনি আজ রুদ্রসাগর পরিদর্শন করেন এবং দ্রুত যেন রুদ্রসাগরের উপর ভাসমান কচুরিপনা সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান।

তিনি জানান জি২০ সম্মেলনের সময় কচুরিপানা সরানোর ব্যবস্থা করা হয়েছিল তারপর এবছর একটু বেশি পরিমাণ কচুরিপানা ছেয়ে গেছে সমগ্র রুদ্রসাগরে তাই তিনি দ্রুত যেন এই রুদ্রসাগর থেকে কচুরিপানা গুলি সরানো যায় তার ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। যার জন্য অর্থ ব্যয় করবে পর্যটন দপ্তর।

এদিন রুদ্রসাগরে অনুষ্ঠিত হওয়া প্রশাসনিক বৈঠকে মন্ত্রীর সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষপাল রায়, মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক রণেন দেবরায়, রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতির সভাপতি সম্পাদকসহ বনদপ্তরের মহকুমা বন অধিকারীক কমল ভৌমিক ।

বৈঠক শেষে রুদ্রসাগরে কচুরিপানা নিয়ে উদ্ভূত সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সেখানে উপস্থিত আধিকারিকদের কচুরিপানা সংক্রান্ত উদ্ভুত সমস্যা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service