2025-08-29
Ramnagar, Agartala,Tripura
দেশ

রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা, উদ্ধার অভিযানে SDRF

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার বসুকেদার এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যয় সৃষ্টি হয়েছে। বিশেষত বাদেঠ ডুংগর টোকে ভয়াবহ ধ্বংসাবশেষ নেমে আসায় একাধিক পরিবারের উপর প্রভাব পড়েছে।

এ খবর পাওয়া মাত্র SDRF উত্তরাখণ্ডের কমান্ড্যান্ট শ্রী অর্পণ যাদুবংশীর নির্দেশে সোনপ্রয়াগ, অগস্ত্যমুনি ও রাতুদা থেকে উদ্ধারকারী দলগুলোকে তৎক্ষণাৎ ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়। দলগুলো প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিয়ে রওনা দেয়।

কঠিন বাধা-বিপত্তি ও প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও SDRF-এর জওয়ানরা গ্রামে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পথে উত্তাল জলস্রোত ও ভাঙাচোরা পথ অতিক্রম করে তাঁরা নিজেরাও নিরাপদে পার হচ্ছেন এবং স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে সহায়তা করছেন।

ঘটনাস্থলে পৌঁছে SDRF সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যেতে এবং প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাতে সক্রিয় ভূমিকা নিচ্ছে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করার জন্য SDRF সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service