2024-11-19
agartala,tripura
ধর্ম রাজ্য

রীতি মেনেই সম্পন্ন হলো কল্যাণ সমিতির দুর্গা পূজার খুঁটি পূজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুরু হয়ে গেছে কাউন্ট ডাঊন। মাঝে আর এক মাসও নেই। ক্লাব গুলির মধ্যে শুরু হয়ে গেছে দুর্গা পূজার প্রস্তুতি। বন্দেই কাল্বা আরও আগেই শুরু করে দিয়েছে মণ্ডপ- প্রতিমা। রবিবার খুঁটি পূজা হয় রাজধানীর নাগেরজলা স্থিত কল্যাণ সমিতির। এদিন ক্লাব প্রাঙ্গণেই হয় খুঁটি পূজা। রীতি মেনেই হয় কল্যাণ সমিতির দুর্গা পূজার খুঁটি পূজা।

পূজা কমিটির সম্পাদক সৌম্ভশুভ্র পাল জানান, প্রধানমন্ত্রীর লোক্যাল ফর ভোকাল এর কথা মাথায় রেখে স্থানীয় শিল্পীদের হাতেই তৈরি হবে মণ্ডপ ও প্রতিমা। এমনকি আলোকসজ্জাও। তিনি জানান পূজার চারদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন থাকবে শিশুদের নিয়ে অনুষ্ঠান। নবমীর দিনে বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে ক্লাবের তরফে পূজা পরিক্রমা করা হবে। তাদের পূজার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service