জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নয় বনমালীপুর এলাকার রামকৃষ্ণ মিশনের সামনে , জয়গুরু ও কামার পুকুর এলাকায় মঙ্গলবার রাতে রাস্তার পাশে খোলা জায়গায় রাখা বেশ কিছু গাড়ির গ্লাস ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ সামনে আসে। এ ব্যাপারে পূর্ব আগরতলা থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগ মুলে বুধবার এর সরেজমিনে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রoহণের জন্য ছুটে আসেন পূর্ব আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। তিনি এদিন জানান সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। আশ পাশের সি সি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। পুলিশ তদন্ত করে সবটাই দেখছে। নিশ্চয়ই কারা এর সাথে যুক্ত রয়েছে তা সামনে আসবে। প্রসঙ্গত অভিযোগ রামকৃষ্ণ মিশনের সামনে জয়গুরু ও কামারপুকুর এলাকায় মঙ্গলবার রাতে বেশ কিছু গাড়ির গ্লাস ভেঙ্গে দেয় দুষ্কৃতিকারীরা। বুধবার সকালে গাড়ির মালিকদের নজরে বিষয়টি সামনে আসে। জানা গেছে এ নিয়ে গাড়ির মালিকদের মনে একটা ব্যাপক শঙ্কা দেখা দিয়েছে। খোলা জায়গায় রাস্তার পাশে এ ভাবে গাড়ি রাখা এখন কতটা নিরাপদ সে দিকটিও তাদের চিন্তায় ফেলেছে। সচেতন মহলের অভিমত প্রকাশ্যে এভাবে বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙ্গা নিয়ে পাবলিক সম্পত্তির নিরাপত্তা প্রদানের দিকটি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন কি শুধু গাড়ির গ্লাস ভাঙ্গাই নয়, প্রায়ই দেখা যায় এলাকায় ব্যাংকের এ টি এমের গ্লাসও ভাঙ্গা । এই ঘটনাগুলি এলাকায় পুলিশের টহল দারির যে কতটা অভাব রয়েছে তা একেবারে অক্ষরে অক্ষরে প্রমাণ করেছে। দাবি উঠছে এলাকায় রাতে টহলদারি বৃদ্ধি করার এবং এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে তা সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবিও উঠতে শুরু করেছে। এই ঘটনায় পুলিশ সামনের দিন কি ব্যবস্থা গ্রহণ করে সে দিকেই নজর এলাকাবাসির।
অপরাধ
রাজ্য
রাস্তার পাশে রাখা কিছু গাড়ির উপর দুষ্কৃতিকারীদের হামলা, মামলা নিয়ে ময়দানে পুলিশ
- by janatar kalam
- 2023-08-16
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this