2025-05-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাস্তার ড্রেন সংস্কারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবার রাস্তার ড্রেন সংস্কারের দাবীতে ২০৮ বি জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার খোয়াই চাম্পাহাওর থানার অন্তর্গত বাচাইবাড়ী বাজারে এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বিগত বহুবছর থেকেই বর্ষাকালীন সময়ে রাস্তার পাশে থাকা ড্রেন গুলি সংস্কারের অভাবে বন্ধ হয়ে পড়ে ফলে বৃষ্টির জল জমে বাড়ি ঘরে প্রবেশ করতে শুরু করে।

ফলে বাড়িঘরে বসবাস করার ক্ষেত্রে নানান সমস্যায় সিনমুখী হতে হয়। অভিযোগ বিগত বহুবছর থেকেই স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিষের বেশ কয়েকবার জানানো হলেও ইতিবাচক কোন সাড়া নেই। এছাড়া পুত্ত দপ্তরের অফিসে বহুবার দপ্তরের আধিকারীদেরকে জানানো হয়। এই সমস্যার সমাধান না হওয়াতে বাধ্যহয়ে মঙ্গলবার সকালে বাচাইবাড়ি বাজারছিত ২০৮বি জাতীয় সড়কটি অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধ করেন।

এই রাস্তা অবরোধের ফলে দুই দিকে প্রচুর যান বাহন আটকে পড়ে। বিপাকে পড়েন যানবাহন চালক ও যাত্রী সাধারণ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় চাম্পাহাওর থানার পুলিশ ও প্রশাসনের লোকজন। উল্লেখ্য জাতীয় সড়কের পাশে ড্রেইন নির্মাণের দায়িত্ব জাতীয় সড়ক নির্মাণ সংস্থার। কিন্তু রহস্যজনক কারণে সেখানে ড্রেইন নির্মাণ হচ্ছে না।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service