2024-11-27
agartala,tripura
ধর্ম রাজ্য

রাস্তায় যানবাহন থামিয়ে জোর করে চাঁদা আদায় সরকার কোনভাবেই বরদাস্ত করবে না : পর্যটনমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি নির্দেশিকা মেনে ক্লাব ও পূজা কমিটিগুলিকে শারদোৎসব আয়োজন করার আহ্বান জানিয়েছেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে জিরানীয়া পঞ্চায়েত সমিতির মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ক্লাব ও পূজা কমিটিগুলিকে নিয়ে আয়োজিত বৈঠকে পর্যটনমন্ত্রী এই আহ্বান জানান।

বৈঠকে পর্যটনমন্ত্রী বলেন, রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় বা জোর করে চাঁদা আদায় সরকার কোনভাবেই বরদাস্ত করবে না। শব্দদূষণ নিয়ন্ত্রণে ও নেশার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে ক্লাব ও পূজা কমিটিগুলিকে উদ্যোগ নিতে হবে। বিজয়া দশমীর সময় মূর্তি বিসর্জন যাতে সুশৃঙ্খলভাবে হয় সেজন্যও মহকুমা প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

বৈঠকে জিরানীয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর ও মহকুমা পুলিশ আধিকারিক কমলকৃষ্ণ কলই পুজো উপলক্ষে সরকারি নির্দেশিকা নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরুদাস।

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল, জিলা পরিষদের সদস্য মঞ্জু দস্, শিবায়ণ দাস, জিরানীয়া ব্লকের বিডিও তুষার আলম, পুরাতন আগরতলা ব্লকের বিডিও শান্তনু দত্ত, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। সভায় মহকুমার বিভিন্ন ক্লাব ও বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিগণ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service