2024-12-19
agartala,tripura
রাজ্য

রাষ্ট্র গঠনেও নারীদের ভূমিকা অপরিসীম : প্রতিমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মায়েরা শুধু রান্না করতেই পারে না, রাষ্ট্র গঠনেও মায়েদের ভূমিকা অপরিসীম। নারীদের ভিতর অনেক শক্তি রয়েছে। নারীদের শক্তি শুধুমাত্র জাগিয়ে তুলতে হবে। বৃহস্পতিবার আমি অপরাজিতা সামাজিক সংস্থার প্রথম বর্ষপূর্তিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে শ্রীমতি ভৌমিক চন্দ্রায়ণের বিশেষ সাফল্যের ক্ষেত্রেও মহিলাদের ভূমিকা ছিল অপরিসীম বলে মন্তব্য করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service