জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মণীন্দ্র রিয়াং আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দল (RLD)-এ। দিল্লিতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে তিনি দলের সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে RLD-র পতাকা হাতে তুলে নেন।
দলের শীর্ষ নেতৃত্ব তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও জনমুখী কর্মধারার স্বীকৃতি স্বরূপ তাঁকে ত্রিপুরা রাজ্য সভাপতি হিসেবে নিয়োগ করেছে।
দলে যোগদানের পর মণীন্দ্র রিয়াং বলেন, “ত্রিপুরার আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন, শান্তি ও স্বশাসনের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি রাষ্ট্রীয় লোক দলে যোগ দিলাম। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি আন্তরিকভাবে পালন করব।”
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত RLD-র কর্মী ও সমর্থকেরা। তাঁরা উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁদের নতুন রাজ্য সভাপতিকে স্বাগত জানিয়ে।
মণীন্দ্র রিয়াং আরও জানান, দলের সংগঠনকে গ্রামীণ পর্যায় পর্যন্ত বিস্তৃত করা, নতুন নেতৃত্ব তৈরি করা এবং আদিবাসী অঞ্চলের উন্নয়নমুখী বিকল্প রূপরেখা প্রণয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, আগামী ADC (Autonomous District Council) নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং RLD এবার সক্রিয়ভাবে সেই নির্বাচনে অংশ নেবে।
RLD-র সর্বভারতীয় নেতৃত্বের মতে, মণীন্দ্র রিয়াংয়ের অভিজ্ঞতা ও জনপ্রিয়তা দলকে ত্রিপুরায় নতুন রাজনৈতিক দিগন্তে পৌঁছে দেবে। তাঁদের আশা, তাঁর নেতৃত্বে দল রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাজ্যের রাজনীতিতে নতুন ভারসাম্য সৃষ্টি করবে।





Leave feedback about this