জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম নিয়ে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিকর্তা সহ অন্যরা। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডা: অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকরা।
সাংবাদিক সম্মেলনে তারা তথ্য তুলে ধরে জানান, ২০১৪ সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছিল। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে যেসব শিশুদের জন্মগত শারীরিক অসঙ্গতি রোগ, শারীরিক আভ্যন্তরিণ অপরিপূর্ণতা, বিকাশগত ত্রুটি এবং শারীরিক প্রতিবন্ধকতা এবং অন্যান্য অসুস্থতায় রোগে আক্রান্ত থাকে সেই সমস্ত শিশুদের বিনামূল্য চিকিৎসা দেওয়া হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে মোট ৪৮ টি ডেডিকেটেড মোবাইল হেলথ্ টিম সারা রাজ্যে কাজ করছে।
এই ডেডিকেটেড মোবাইল হেলথ্ টিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূন্য থেকে ৬ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের স্ক্রিনিং করছে এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের স্ক্রিনিং করছে। শুধু তাই নয় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ত্রিপুরায় জন্মগত হৃদরোগ, শ্রবণজনিত প্রতিবন্ধকতা, বাঁকা পা, দৃষ্টি প্রতিবন্ধকতা, নিউরাল টিউব ডিফেক্টের মতো বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচারের ব্যবস্থা নিয়েছে।
রাজ্য ও রাজ্যের বাইরের নির্দিষ্ট হাসপাতাল গুলিতে পরিষেবা দেওয়া হয়। তারা জানান ২০২৩-২৪ অর্থবছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৪ লক্ষ ৫ হাজার ৫২১ জন শিশুদের সনাক্ত করা হয়েছে, জন্মগত ত্রুটি, বিভিন্ন শারীরিক ঘাটতি, বিকাশজনিত ত্রুটি এবং শৈশবজনিত রোগ সানাক্তকরনে ৪ লক্ষ ৬ হাজার ১৬১ জন স্কুল পড়ুয়াদের পরীক্ষা করা হয়।
২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে এবং বর্হিরাজ্যের একাধিক হাসপাতালে মোট ১১ জন জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়। সেইসঙ্গে ১৪১ টি ঠোঁট কাটা এবং তালু কাটা রোগের অস্ত্রোপচার করা হয়েছে, ১০৫ টি ক্লাব ফুট-এ আক্রান্ত রোগীর পা ঠিক করা হয়েছে, ৭৩ টি শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন তথ্য তারা তুলে ধরেন।
Leave feedback about this